মালদা

তীব্র দাবদাহের হাত থেকে বাঁচতে রাতের অন্ধোকারে প্রার্থীদের ভোট প্রচার

মে মাস। তীব্র দাবদাহে জ্বলছে মালদা জেলা। গরমে হাঁসফাঁস করছে মানুষ। যার প্রভাব পড়েছে ভোট প্রচারে। তীব্র গরমে দিনের বেলা ভোট প্রচার করতে পারছেন না প্রার্থীরা। আর সেই কারণেই রাত্রিবেলা ভোট প্রচার করার পথ বেছে নিয়েছে বিভিন্ন দলের রাজনৈতিক নেতা কর্মীরা। ভোট প্রার্থীরা জানাচ্ছেন দিনের বেলা গরমে মানুষকে পাওয়া যাচ্ছে না। সন্ধ্যেবেলায় গ্রামে-গঞ্জে ছোট ছোট কর্মীসভা এবং মিছিল-মিটিংয়ের মাধ্যমেই তাদের ভোট প্রচার করতে হচ্ছে। তাতে ব্যাপক সাড়াও পাওয়া যাচ্ছে। এমনই চিত্র উঠে আসলো আমাদের ক্যামেরায়। মালদার ইংরেজবাজার এর মিল্কি এলাকায় গ্রাম পঞ্চায়েতের প্রার্থীদের দেখা গেল রাত্রিবেলা মিছিল-মিটিং করতে। আবার ইংরেজবাজার আটগামা এলাকায় চিত্রটা কিছুটা আলাদা। এখানে পঞ্চায়েত সমিতির তৃণমূল প্রার্থী কল্যাণ মন্ডলকে দেখা গেল বড় মিছিল-মিটিং না করে সন্ধ্যেবেলা গ্রামে গিয়ে ছোট ছোট কর্মীসভা করতে। 

এই রাতের বেলা প্রচার অভিযান করার সময় তৃণমূলের গ্রাম পঞ্চায়েত প্রার্থী শেখ নিজাম আলি বলেন, দিনের সময় প্রচন্ড গরম। সেই সময় সকলে বাড়িতে থাকে না, তাই তারা রাতে দিকে প্রচার অভিযানে নেমেছেন।

এবিষয়ে তৃণমূলের প্রার্থী কল্যাণ মণ্ডল জানান, সন্ধ্যেবেলা এই প্রচারে মানুষের সাড়াও পাওয়া যাচ্ছে। দিনের বেলাতে তীব্র গরম তার ওপরে মানুষ যে যার কাজকর্মে চলে যায় সেই কারণে মানুষকে পাওয়াও যায় না আর সেই কারণে সুন্দরবনের প্রচার করার পথ বেছে নিয়েছেন তারা। 

বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে

https://www.youtube.com/embed/oXU8ScBs-aQ